অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালকে সমুদ্র ও বিমান বন্দর ব্যবহারের সুযোগ দেবে বাংলাদেশ


জ্বালানি তেল সঙ্কটে বিপর্যস্ত নেপালকে সমুদ্র বন্দর ও বিমান বন্দর ব্যবহারের সুযোগ দেবে বলে বাংলাদেশ, নেপাল সরকারকে জানিয়েছে। দু’মাসেরও বেশি সময় ধরে চলা ভারতীয় অবরোধের কারণে বিপর্যস্ত নেপালকে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্য সামগ্রী আমদানি করলে তা নিজ দেশে নেয়ার জন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের সুযোগ দেয়া হবে।

এছাড়া সৈয়দপুর বিমানবন্দরকেও আমদানিকৃত পণ্য নেয়ার জন্য ব্যবহারের সুযোগ দেয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নেপালকে এই ট্রানজিট সুবিধা দেয়ার কথা ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন। কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূতও সেখানে সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। নেপাল আগেই বাংলাদেশ থেকে বিমানের জ্বালানি নেয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছিল। উল্লেখ্য, নেপালে ভূমিকম্প পরবর্তী সময়ে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারের জন্য নেপালকে সুযোগ দেয়া হয়। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG