অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বিলেতি স্ট্রেইনের খবরে উদ্বেগ


করোনাভাইরাসের গ্রাফ যখন উপরের দিকে উঠছে ঠিক সে মুহূর্তে ঢাকা ও সিলেটে বিলেতি স্ট্রেইনের সন্ধান মিলেছে। যা নিয়ে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জানুয়ারি মাসে প্রথম পাঁচ-ছয়জনের শরীরে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্তরা যুক্তরাজ্য থেকে এসেছিলেন। গত ডিসেম্বরে যুক্তরাজ্যে এ স্ট্রেইন ধরা পড়ে। স্বাস্থ্যের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম মিডিয়াকে বলেছেন, এই স্ট্রেইন বাংলাদেশে কতোটা ছড়িয়েছে তা খুঁজে বের করার জন্য কন্টাক্ট ট্রেসিং চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবর, বিলেতি এই স্ট্রেইন ৮৩টি দেশে ছড়িয়েছে। টিকা নেয়ার এক মাস পর আক্রান্ত হওয়ার খবরে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। টিকা বিরোধীরা এটাকে লুফে নিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গত ৭ই ফেব্রুয়ারি টিকা নেন। ৬ মার্চ কিছুটা অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর করোনার টেস্টে পজিটিভ আসে।

please wait

No media source currently available

0:00 0:02:24 0:00
সরাসরি লিংক

বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিলেই যে কেউ আক্রান্ত হবেন না এটা নিশ্চিত করে বলা যায় না। টিকার আবিষ্কারকরাও এ ব্যাপারে কোনো গ্যারান্টি দেননি। এ সম্পর্কে জনস্বাস্থ্যবিদ ডা. আব্দুন নূর তুষার মনে করেন, টিকা নিয়েছি, তাই আমি সুরক্ষিত এটা ভেবে অনেকে মাস্ক পরা বন্ধ করে দেন। শুরু করেন অবাধে মেলামেশা। এতে করে তারা আক্রান্ত হচ্ছেন।

ডা. তুষার এই পরিস্থিতিতে অ্যান্টিবডি টেস্টের ওপর জোর দেন। বলেন, সরকারের উচিৎ অ্যান্টিবডি টেস্ট উন্মুক্ত করে দেয়া।

ওদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে আইসিইউ বেডের রোগীর চাপ বেড়েছে চার গুন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাত জন।

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা টিকার জন্য বিভিন্ন স্থানে ধর্না দিচ্ছেন। সরকারি ঘোষণায় এটা স্পষ্ট করা হয়নি, বিদেশি নাগরিকরা কীভাবে টিকা পাবেন। বিদেশি কূটনীতিকদের অবশ্য টিকা দেয়া শুরু হয়েছে। স্বাস্থ্যের মহাপরিচালক বলেছেন, ঢাকায় কর্মরত বিদেশি নাগরিকদের টিকা দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ১০ হাজারেরও বেশি বিদেশি নাগরিক বাংলাদেশে কর্মরত রয়েছেন।

XS
SM
MD
LG