অ্যাকসেসিবিলিটি লিংক

জামিন পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম


Shahidul Alam
Shahidul Alam

জামিন পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম। নিরাপদ সড়ক আন্দোলনের সময় বিদেশী সংবাদ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গত ৫ই আগস্ট তাকে তথ্য ও প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। তার জামিন প্রশ্নে এক মাস আগে অন্য একটি বেঞ্চের দেয়া রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্ণদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ থেকে এই আদেশ দেয়া হয়। আদালতে শহীদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। জামিনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে যাবেন। ওদিকে ব্যারিস্টার সারা হোসেন জানান, জামিন লাভের পর শহীদুল আলমের মুক্তিতে আর কোন বাধা নেই।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:31 0:00

XS
SM
MD
LG