অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইবে বাংলাদেশ


জুলাইয়ের প্রথমদিকে নির্ধারিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইবে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়ে মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, যদি শিগগিরই রোহিঙ্গা সংকটের সমাধান না হয়, তাহলে ওই এলাকায় জঙ্গীবাদের উত্থান হতে পারে- যা মিয়ানমার এবং বাংলাদেশে চীনের অর্থনৈতিক বিনিয়োগ ও প্রকল্পসমূহকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে। প্রধানমন্ত্রীর সফরকালে চীনকে এই বিষয়টি অবহিত করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অতিসাম্প্রতিক বৈঠকেও ভারতের ক্ষেত্রেও এমন আশংকা রয়েছে, এ বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

ঢাকা সংবাদদাতা আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।

XS
SM
MD
LG