অ্যাকসেসিবিলিটি লিংক

শিবচরে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিড বোট দুর্ঘটনায় ২৬ জন নিহত


বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মাদারিপুর জেলার শিবচরে পদ্মা নদীতে সোমবার একটি যাত্রীবাহী স্পিড বোট দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে গেলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া স্পিড বোটটির ৪ জন যাত্রিকে জীবিত উদ্ধার করেছেন। পুলিশ জানায় মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই একটি স্পিড বোট পদ্মা নদী পাড়ি দিয়ে মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাটে পৌঁছানোর পর সেটি সেখানে নোঙ্গর করা থাকা একটি বালু বোঝাই কার্গোর পিছনে সজোরে ধাক্কা দিলে স্পিড বোটটি ডুবে যায়। ঘাটে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে ৪ জনকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে এক জন মহিলা এবং ৩ জন শিশু সহ ২৬ জনের মৃত দেহ উদ্ধার করে। তবে স্পিড বোটটিতে কত জন যাত্রী ছিলেন তা কেউ সুস্পষ্ট ভাবে বলতে পারেন নাই। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন সাংবাদিকদের বলেছেন লক ডাউন চলাকালে গনপরিবিহন চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করে স্পিড বোটটি শিমুলিয়াঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসে। তবে স্বজনরা এ দুর্ঘটনার জন্য ঘাটে কর্তব্যরত আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করেছেন।

বিশ্লেষকদের মতে করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারের দেয়া লক ডাউনের বিধি নিষেধসমূহ কার্যকরে ব্যর্থতার কারনেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদিকে, পদ্মায় স্পিড বোট দুর্ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

XS
SM
MD
LG