বিশ্ব সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনা একমাত্র তিনি নিজে। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধকার, সংগীতকার, চিত্রকর, দার্শনিক, আরো কত কি। আজ ২৫শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। সুপরিচিত রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা মনে করেন, রবীন্দ্রনাথের গানের সহজতা এতোকাল পরেও তার গানকে সবার কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় করে রেখেছে। তাই তিনি তাঁর সমসাময়িক সংগীতকারদের চেয়ে বেশী সফল হয়েছেন। প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি ভাণ্ডারের সাথে আজকের তরুণ প্রজন্ম কতোটা পরিচিত? তারা রবীন্দ্রনাথের কাছ থেকে কতোটা নিচ্ছে? এসব নিয়ে শিল্পী শ্রেয়া গুহঠাকুরতার সাথে কথা বলেছেন আহসানুল হক।
সাক্ষাৎকারটি শুনতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।