বাংলাদেশের পাবনায় ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে।
পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে পাকশি থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ঘনটাস্থলেই দুইজন নিহত হয়েছে। অপর দিকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুম থেকে জানাযায় আহতদের মধ্যে ভেড়ামারায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা যায়। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল হাকিম ও রবিউল ইসলাম । অপর জনের পরিচয় পাওয়া যায়নি।