অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোতে বৃহৎ দুই শক্তিধর দেশের বৈঠক


সিরিয়ায় রাশিয়া ও তুরস্কের মধ্যেকার সামরিক বিরোধ নিরসনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ এরদোয়ান বৃহস্পতিবার মস্কো সফর করছেন I পরমাণু শক্তিধর বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ রাশিয়া এবং ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্কের মধ্যেকার সামরিক সংঘাত অনুভূত হচ্ছে সিরিয়ার ইদলিব প্রদেশে I রাশিয়া সিরিয়ার বাসার আল আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে সংঘাতের গোড়া থেকে I অন্যদিকে তুরস্ক ও অন্যান্য পশ্চিমী দেশসমূহ রাশিয়ার সমর্থন পুষ্ট হয়ে নিরীহ জনগণের ওপর সিরিয়ার হামলার সমালোচনা করেছে I

তাদের হামলায় লক্ষ লক্ষ নিরাপরাধ সিরীয় জনগণ গৃহহীন হয়ে তুরস্কের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, যা সৃষ্টি করেছে অভাবনীয় এক মানবিক সঙ্কট I

XS
SM
MD
LG