আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে পৃথক দুটি বন্দুক যুদ্ধে তাদের হেফাজাতে থাকা দুই ব্যাক্তি নিহত হয়েছেন।
ঢাকার হাজারীবাগে চুরির অভিযোগে এক কিশোরকে সোমবার পিটিয়ে হত্যার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মহাম্মাদ আরজু র্যাবের সাথে ওই দিন গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। র্যাব সুত্র জানিয়েছে সোমবার আরজুকে আটক করা হয় এবং পরে তাকে নিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে গেলে বেড়িবাঁধের কাছে বাড়ইবাড়ি এলাকায় তার সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
এদিকে সম্প্রতি মাগুরা জেলা শহরে আওয়ামী লীগ সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মায়ের পেটে থকা শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর শেখ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে সোমরার আজিবরকে গ্রেপ্তার করা হয় এবং পারে মঙ্গলবার ভোরে তাকে সাথে নিয়ে অন্য আসামিদের ধরতে গেলে শহরের দোয়ারপাড়া এলাকায় তার সহযোগীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ চলাকালে আজিবর নিহত হন।