অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর আর্জি-


সালাহউদ্দিন কাদের চৌধুরীর
নতুন আর্জি:
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর তরফে আচমকা আট জনের সাফাই সাক্ষ্য গ্রহণের আর্জি জানানো হয়েছে। এই সাক্ষীদের মধ্যে রয়েছেন ফিজিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড. ওসমান সিদ্দিক, হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন, পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ মিয়া সুমরো, পাকিস্তানের ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুন সায়গল প্রমুখ। মামলার এই পর্যায়ে সাফাই সাক্ষ্য গ্রহণ নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, এই আবেদন আমলে নেয়া হলে বিচারিক অরাজকতা সৃষ্টি হবে। অন্যদিকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ন্যায় বিচারের স্বার্থে সাক্ষীদের বক্তব্য শোনার অন্তর্নিহিত ক্ষমতা আদালতের রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি শেষ পর্যায়ে। গত ৩০শে সেপ্টেম্বর তার ফাঁসির আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিভিউ পিটিশন আদালতে দায়েরের পর সালাহউদ্দিন কাদের চৌধুরী ৮ জন দেশী-বিদেশী সাক্ষীকে সাফাই সাক্ষ্য দেয়ার আবেদন জানালেন। এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ফৌজদারি মামলায় রিভিউর সুযোগ খুবই সীমিত।
খন্দকার মাহবুব হোসেন বলেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে উল্লেখিত ব্যক্তিদের সমন দিয়ে তাদের বক্তব্য শুনতে পারেন। তাহলে যুদ্ধের সময় সালাহউদ্দিন পাকিস্তানে ছিলেন তা স্পষ্ট হয়ে যাবে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG