অ্যাকসেসিবিলিটি লিংক

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলা


Bangladeshi men work on a structure on the banks of the River Padma in Munshiganj on the outskirts of Dhaka, Bangladesh, Friday, Sept. 20, 2013.
Bangladeshi men work on a structure on the banks of the River Padma in Munshiganj on the outskirts of Dhaka, Bangladesh, Friday, Sept. 20, 2013.

বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ সাতটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান পক্ষভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে শুক্রবার ৬ই নভেম্বর কানাডার সুপ্রিম কোর্টে নির্ধারিত আপিল শুনানীতে এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের আইনজীবীরাও বক্তব্য উপস্থাপন করবেন। ইতিমধ্যে তারা আদালতে লিখিতভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য জমা দিয়েছে।

অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিস-এ পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রয়ের বিষয়ে কানাডার মাউনটেড পুলিশের দায়ের করা মামলার বিচার চলছে। ওই আদালত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রমাণ হিসেবে পাওয়া কোন সূত্র থেকে পেয়েছে তা জানাতে বিশ্বব্যাংক কে নির্দেশ দিয়েছিলো।

বিশ্বব্যাংক ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে জানিয়েছে তারা ওই মামলার কোনও পক্ষ নয়- এমন একটি আন্তর্জাতিক সংস্থাকে তাদের নিজস্ব গোপনীয় কোনও দলিল আদালতে উপস্থাপনে বাধ্য করতে পারে কি না সে ব্যাপারে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত চেয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG