প্রতি বছর নভেম্বর মাসে কলকাতায় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়, করোনা পরিস্থিতির জন্য গত বছর তা অনির্দিষ্টকাল পিছিয়ে গিয়েছিল।
আজ জানানো হয়েছে, আগামী ৮ই জানুয়ারি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিবারের মতো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল মাপের অনুষ্ঠান হবে না। এবারে উদ্বোধন হবে নবান্নের সভাঘরে। এর পর সারা কলকাতা শহর জুড়ে আটটি হলে ১৩২টি চলচ্চিত্র দেখানো হবে।
তার মধ্যে ৮১টি কাহিনীচিত্র থাকবে, আর থাকবে স্বল্পদৈর্ঘ্যের চিত্র এবং তথ্যচিত্র। চলচ্চিত্র উৎসবের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে যাতে তাঁরা থাকেন। এখনও কোনও প্রতিনিধির উত্তর পাওয়া যায়নি।
সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উদ্বোধনের দিন ৮ই জানুয়ারি রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে তাঁর অভিনীত প্রথম ছায়াছবি সত্যজিৎ রায়ের অপুর সংসার। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা