পশ্চিমবঙ্গে শিশু অধিকার রক্ষা কমিশন, গোটা রাজ্যে শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কখনও স্কুলে প্রচার চালিয়েছে, কখনও কর্মশালার আয়োজন করেছে।কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, এখনও সাধারণ মানুষ কিংবা শিশুরা তাদের অধিকারের ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত নয়।
তাই এবার রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়াদের শিশু অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন।
কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানিয়েছেন, সরকার যে বিনামূল্যে খাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার মলাটের এক পাতায় এই অধিকার নিয়ে নানা তথ্য তুলে ধরা হবে। কমিশনের মতে, সেই খাতা ব্যবহারের সময় বাচ্চারা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে। কমিশন সূত্রে খবর, শিক্ষা দপ্তর, শিশু কমিশন এবং সিলেবাস কমিটির যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সব ঠিক হয়ে যাওয়ার পর একটি খসড়া বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতে শিশু অধিকার নিয়ে কী ছাপা হবে, তার উল্লেখ রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে যে খাতা পড়ুয়াদের দেওয়া হবে, তাতে এসব ছাপা থাকবে । কত বয়স পর্যন্ত বিনামূল্যে স্কুলে শিক্ষার অধিকার, খারাপ স্পর্শ অনুভব করলে, কী করা দরকার, ছেলেমেয়েদের বিয়ের বয়স উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও একাধিক অধিকার সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও শিশু অধিকার হেল্পলাইন নম্বর উল্লেখ করা হয়েছে। থাকছে কমিশনে যোগযোগ করার ঠিকানা এবং ফোন নম্বরও।