পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে তাঁর নতুন নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামে এক বিশাল শোভাযাত্রা করেছেন। ৮ কিলোমিটার দীর্ঘ ওই মিছিলের পুরোভাগে ছিলেন হুইল চেয়ারে বসা মমতা বন্দ্যোপাধ্যায়, পায়ে প্লাস্টার করা।
এই নন্দীগ্রামেই আহত হওয়ার পর তিনি বলেছিলেন, পায়ের ব্যথা তাঁকে দমিয়ে রাখতে পারবে না। গতকাল তিনি এক জনসভায় নন্দীগ্রামে তাঁর এককালের ঘনিষ্ঠ, অধুনা প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে প্রচন্ড সাড়া জাগিয়ে দিয়েছেন। আজ সোমবার শোভাযাত্রার পর মমতা একটি জনসভা করেন। তার কয়েক ঘন্টা পরে আরও একটি জনসভা করেন তিনি। আগামীকাল মঙ্গলবার নন্দীগ্রামে ভোটের প্রচার শেষ করে দিতে হবে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ভোট গ্রহণ।
সারা রাজ্যে শুধু নয়, সারা দেশে এখন সকলের চোখ নন্দীগ্রামের দিকে। কী হয় কী হয় ভাব। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নন্দীগ্রামে জনসভা করতে আসতে পারেন কথা রয়েছে। পয়লা এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ঘাঁটি করে থাকবেন ঠিক করে রেখেছেন।
শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, পঞ্চাশ হাজার ভোটে মমতাকে হারাবেন। মমতাও চ্যালেঞ্জ নিয়ে শুধু এই একটি কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন। সুতরাং এই ভোটের ফল নিয়ে টানটান উত্তেজনা কৌতুহল বিরাজ করছে। দোসরা মে'র আগে যা জানা যাবে না। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা