অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কৃষক আন্দোলনের সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


ভারতের কৃষক আন্দোলনের সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের কৃষক আন্দোলনের সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ছটি রাজ্যে কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করে, সেই দাবি জানিয়েছেন তিনি।

ভারতের ছটি রাজ্যে কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যাতে অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহার করে, সেই দাবি জানিয়েছেন তিনি।

একইসঙ্গে অবিলম্বে নয়া আইন প্রত্যাহার না করলে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন তৃণমূল সুপ্রিমো। আজ এক টুটুই বার্তায় নয়া কৃষি আইনের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তিনি লিখেছেন, "কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। ভারত সরকারের অবিলম্বে কৃষক স্বার্থ বিরোধী আইন প্রত্যাহার করা উচিত। যদি তারা সেটা না করে, তবে রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামব। প্রথম থেকেই আমরা এই নয়া কৃষি আইনের বিরুদ্ধে।"

প্রসঙ্গত বলা যেতে পারে, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছেন দেশের ছটি রাজ্যের কৃষক। অবিলম্বে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00



XS
SM
MD
LG