অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পাড়ি দেওয়ার সময় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ গ্রেপ্তার


ভারতে পাড়ি দেওয়ার সময় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ গ্রেপ্তার
ভারতে পাড়ি দেওয়ার সময় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ গ্রেপ্তার

বাংলাদেশে বহুল আলোচিত এবং সমালোচিত করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন। 

বাংলাদেশে বহুল আলোচিত এবং সমালোচিত করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন।

প্রতারণার দায়ে গ্রেফতার হওয়া শাহেদের মালিকানাধীন রিজেল্ট হাসপাতাল সিলগালা করার নয় দিন পর বুধবার সাতক্ষিরা জেলার দেবহাটা সীমান্ত দিয়ে নৌকাযোগে ভারতে পাড়ি দেওয়ার সময় তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। এ নিয়ে এই প্রতারণার মামলা ১৭ জন আসামীর মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হল। পরে দেবহাটা থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকা নিয়ে আসা হয় এবং তার উত্তরার কার্যালয়ে অভিযান চালানো হয়।

এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন শাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলা রয়েছে এবং তিনি করোনার ভুয়া পরীক্ষার রিপোর্ট দিয়ে রোগীর কাছ থেকে এবং সরকারের কাছ থেকেও অর্থ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শাহেদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন তার প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে ।

এদিকে, ঢাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের প্রশ্নে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে হাসপাতালটিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে বলেছে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩৩ জন করোনা রোগী মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন আরও ৩৫৩৩ জন।

please wait

No media source currently available

0:00 0:02:52 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG