হাতি প্রাণীটা বেশ বড় হলেও শান্তশিষ্ট প্রাণীটিকে অনেকেই পছন্দ করেন।গড়ে ৫০ বছর আয়ু হলেও কিছু ক্ষেত্রে প্রায় ৬০ বছর পর্যন্ত বাঁচে হাতি।তবে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকার নমুনা হাতির ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে।
হাতির এই পরিচিত আয়ুর ধারণাকে ভেঙে দিয়েছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বৎসল নামে একটি হাতি।এই মুহূর্তে পৃথিবীতে সেই সবচেয়ে বয়স্ক হাতি। ১০০ বছরেরও বেশি বয়স বৎসলের।
বর্তমানে মধ্যপ্রদেশের পান্না জাতীয় উদ্যানেই নিবাস সেঞ্চুরি পার হওয়া বৎসলের।তবে, বরাবর এখানেই থাকতো না এই হাতিটি। জন্মের পরে ছোটবেলাটা সে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার নীলাম্বুরে কাটায়।
এরপর ৫০ বছর বয়স হলে তাকে ভারতের পশ্চিমাঞ্চলে সাতপুরার বোরি অভয়ারণ্যে পাঠানো হয়।সেখানেই আরও ২২ বছর কাটায় বৎসল। এরপর ১৯৯৩ সালে তাকে আনা হয় পান্নাতে।তারপর থেকে এখানেই একপ্রকার স্থায়ী বাসিন্দা হয়ে রয়ে গিয়েছে বৎসল।