ভারতে লাদাখের সেনা ঘাঁটিতে ভবিষ্যতে অতি সহজেই পৌঁছে দেওয়া যাবে অস্ত্র। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর কাছে রসদও পৌঁছে দেওয়া যাবে। লাদাখ ও অরুণাচলে চীনের দৌরাত্ম্য ঠেকাতে শক্তি আরও বাড়ানোর কথা ভাবছে ভারতীয় বায়ুসেনা। আকাশপথে নজরদারিও দরকার হয়ে পড়েছে। সেই জন্যই স্পেন থেকে নিয়ে আসা হচ্ছে সামরিক পরিবহণ বিমান সি-২৯৫।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, চলতি মাসেই স্পেন থেকে মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান সি-২৯৫-এর প্রথম ব্যাচটি ভারতে আসতে চলেছে। সি-২৯৫ বিমানের নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস জানিয়েছে, গত ৫ মে বিমানের প্রথম উড়ান পরীক্ষা সফল হয়েছে।
২৯৫ সামরিক বিমান এবার ভারতেই তৈরি হবে। গুজরাটে সি-২৯৫ (C-295) বিমান তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভদোদরায় এই বিমান তৈরির কারখানায় প্লেন বানাবে টাটা ও এয়ারবাস। এই প্রথমবার ভারতের মাটিতে বিমান তৈরি করতে চলেছে কোনও বেসরকারি সংস্থা। এই পদক্ষেপকে আত্মনির্ভর ভারত গড়ে তোলার অন্যতম প্রধান উদ্যোগ বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সব মিলিয়ে ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী । চুক্তির শর্ত অনুযায়ী, ২০২৫ সালের অগস্ট মাসের মধ্যে ১৬টি বিমান তৈরি হয়ে যাবে বলে জানা গেছে। স্পেনের মাটিতে এই বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস। তারপরে ৪০টি বিমান সম্পূর্ণ ভাবে দেশের মাটিতেই তৈরি করা হবে। এই বিমান তৈরির যন্ত্রাংশের মধ্যে ৯৬ শতাংশই ভারতে উৎপাদিত হবে। ২০২৬ সালের মধ্যে এই ৪০টি বিমান তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।