অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সরব কেন্দ্রের সমালোচনায়


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস (টিএমসি) দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে আসন্ন উপনির্বাচনের জন্য ভবানীপুর বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে আছেন। ১০ সেপ্টেম্বর ২০২১। (ছবি-এএফপি/দিবাংশু সরকার)

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তর নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একাধিক সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, "কেন্দ্রের এত অহঙ্কার হয়েছে যে ভয় হয়, এরপর হয়তো সংবিধান বদলে দেবে। দেশের নামও বদলে নিজেদের পার্টির নামে করে দেবে।"

দিল্লির মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের প্রধান উদ্দেশ্য ছিল দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্স সংসদে আটকে দিতে তৃণমূলের সমর্থন আদায় করা। বৈঠকে মমতা তাঁকে কথা দেন, সংসদের দুই কক্ষেই তৃণমূল সাংসদেরা অর্ডিন্যান্সের বিরোধিতা করবেন।

বৈঠক শেষে মমতা, কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান যৌথ সাংবাদিক সম্মেলনে সরব হন। তিন মুখ্যমন্ত্রীই বলেন, দেশে সমস্ত বিরোধী শক্তি আক্রান্ত। নানাভাবে বিরোধী দলগুলিকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী দল শাসিত সরকারগুলিকে পদে পদে কেন্দ্র বাধা দিচ্ছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এমনকী সুপ্রিম কোর্টের রায়ও মানছে না নরেন্দ্র মোদীর সরকার।

মমতা বলেন, "আমি সুপ্রিম কোর্টের ওপর ভরসা করি। কেন্দ্রীয় সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা নিয়ে বৈঠকে কথা হয়েছে।" তৃণমূল নেত্রী আরও বলেন, "সব রাজনৈতিক দলের কাছে আবেদন এই অর্ডিন্যান্সের বিরোধিতা করুন। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি আমরা এই অর্ডিন্যান্সের বিরোধিতা করব।"

মমতা এদিন মণিপুরের অশান্তি, দু হাজার টাকার নোট বাতিলের মতো সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। ফের মুখ খোলেন এনআরসি-র বিরুদ্ধে। তিনি বলেন, "মণিপুরে এখনও রক্ত ঝরছে। অথচ কোনও কেন্দ্রীয় মন্ত্রী সেখানে গেলেন না। কেন্দ্রীয় সরকার এখন অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সির মতো কাজ করছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, কেন্দ্রীয় সরকার সেটা মানছে না, অর্ডিন্যান্স আনছে। সরকার অফ দ্য বুলডোজার, বাই দ্য বুলডোজার, ফর দ্য বুলডোজার।"

মুখ্যমন্ত্রী বলেন, "সমস্ত রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, একটা ভোটও ভারতীয় জনতা পার্টিকে দেবেন না।" তৃণমূল নেত্রীর কথায়, "অনেক বিজেপি নেতাও খুশি নয়। তাঁদেরও বলব রুখে দাঁড়াতে। বিজেপি ভয়ঙ্কর।"

২০০০ টাকার নোট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "২০১৬ তে বলেছিলাম দু হাজার টাকার নোটের দরকার নেই। পাঁচশো ও এক হাজার টাকাতেই চলে যাবে।" তিনি বলেন, "দেশের সমস্ত মানুষ দুঃখে রয়েছে। কখনও এক লাখ, কখনও দশ লাখ দেবে বলেছে। আজ পর্যন্ত কিছু দিয়েছে? ডাবল ইঞ্জিন এখন ট্রাবল ইঞ্জিন, টেরিবল ইঞ্জিন হয়ে গেছে।" তৃণমূল নেত্রীর কথায়, "আমরা সিদ্ধান্ত নিয়েছি বিজেপির বিরুদ্ধে লড়াই করব। দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমরা অরবিন্দের পক্ষে রয়েছি। অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।"

মোদী সরকারের আয়ু নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, "লোকসভার ভোটের আর তো ছ’মাস বাকি‌। যদি মিরাকেল হয়ে যায় তবে তো তার আগেই চলে যেতে পারে।" কেন্দ্রীয় সরকার ও বিজেপির উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "আপনাদের বুঝতে হবে যে দিল্লি সরকার আপনাদের অধীনস্ত নয়। গণতন্ত্র থাকলে তবেই দেশ বাঁচবে।"

XS
SM
MD
LG