অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কর্নাটকে সরকার গঠনের পর কংগ্রেসের সিদ্ধান্ত: স্কুল-কলেজ শুরুর সময়ে দেশের সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক হবে


ভারতের সংবিধান

ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকে সদ্য ক্ষমতাসীন কংগ্রেস সরকার স্কুল-কলেজ-সহ রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সংবিধানের প্রস্তাবনা পাঠ বাধ্যতামূলক করতে চলেছে। এখন স্কুলে শুরুতেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তার সঙ্গে যুক্ত হবে সংবিধানের প্রস্তাবনা পাঠ।

কর্নাটকের প্রবীণ মন্ত্রী এইচসি মহাদেবাপ্পা জানান, "মন্ত্রিসভায় এই সংক্রান্ত আলোচনায় স্থির হয়েছে শিক্ষা ও উচ্চশিক্ষা দফতর এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তাঁর বক্তব্য, কংগ্রেস নির্বাচনী ঘোষণায় অঙ্গীকার করেছিল রাজ্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিজেপি সরকারের সময়ে যেভাবে হিংসা ও বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হয়েছে তা সংবিধানের সংকল্পের পরিপন্থী। সংবিধানের প্রস্তবনা আসলে ভারত আত্মার বাণী। স্কুল স্তর থেকেই ছেলেমেয়েদের সংবিধানের প্রতি আস্থাশীল করে তোলাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য।"

কর্নাটকে সদ্য ক্ষমতা হারানো বিজেপি সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়েও তুমুল বিতর্ক চলেছিল। এখনও সেই নিষেধাজ্ঞা বহাল আছে। তবে কংগ্রস সরকার দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছে, সরকার মুসলিম ছাত্রীদের হিজাব পরার অধিকার ফিরিয়ে দিতে চায়। সুপ্রিম কোর্ট মামলার চূড়ান্ত রায় দেওয়ার পর সরকার পদক্ষেপ করবে।

মন্ত্রী মহাদেবাপ্পা তাঁর সমাজকল্যাণ দফতরকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় বৈঠক, প্রকল্পের শিল্যান্যাস, উদ্বোধনের শুরুতেই সংবিধানের প্রস্তবনা পাঠ করতে হবে। মঙ্গলবার বিভাগীয় বৈঠকে মন্ত্রী নিজেই অফিসারদের তা পাঠ করান। তাঁর বক্তব্য, বিজেপি শাসনে যে সামাজিক বিভাজন তৈরি করা হয়েছে তা দূর করতেই এই উদ্যোগ।

ভারতের সংবিধানের প্রস্তাবনার সংক্ষিপ্তসার হল, "আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি তার সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা; মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি।"

কর্নাটকে ১৭ হাজার বেসরকারি স্কুল আছে। সেগুলির পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্ট অফ ইংলিশ মিডিয়াম স্কুলস ইন কর্নাটকের সাধারণ সম্পাদক ডি শশি কুমার সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

রাজ্যের নতুন সরকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেও দ্রুত পরিবর্তন আনবে। যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া সিলেবাস চালু করা যায়। বিজেপি সরকার শিক্ষার তিন স্তরেই সিলেবাসের আমূল পরিবর্তন করেছিল। টিপু সুলতানের মতো ঐতিহাসিক চরিত্র, বহু প্রগতিশীল মণীষীর জীবনী সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়। শিক্ষা দফতর জানিয়েছে, সব কিছুই আবার ফেরানো হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সম্প্রতি রাজ্যের শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে ঘোষণা করেছেন সিলেবাস দ্রুত শোধরানো হবে।

XS
SM
MD
LG