অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেন্দ্র সরকারের কোভিড টিকাকরণের কোউইন অ্যাপ থেকে তথ্য ফাঁসের অভিযোগ


কোউইন অ্যাপ

২০২০ সালের গোড়াতেই ভারত তথা বিশ্বের নানা প্রান্তে আছড়ে পড়েছিল কোভিড ১৯ মহামারী বা করোনা সংক্রমণ। তারপর তার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউ পার হয়েছে। বিশ্ব জুড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই মহামারীতে। পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেও করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন বের হয়। সেই ভ্যাকসিন কেন্দ্র সরকার বিনামূল্যে দেওয়া শুরু করে। ভ্যাকসিন নেওয়ার আগে সরকারের ‘কোউইন’ অ্যাপে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে।

এবার অভিযোগ উঠেছে সেই তথ্যই নাকি ফাঁস হয়ে যাচ্ছে। উল্লেখ্য, কোভিড পর্বে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকার ‘কোউইন’ অ্যাপের জোরদার প্রচার শুরু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এই অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল সর্বত্র।

ভারতের নাগরিকদের কোভিড টিকাকরণ সংক্রান্ত একাধিক তথ্যের জন্য ব্যবহার হয় কোউইন পোর্টাল। সেখানে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর, জন্ম তারিখ, আধার নম্বর, প্যান নম্বর দিতে হত। শোনা যায়, সেইসব তথ্যই ফাঁস হয়ে যাচ্ছে। এমনকী এইসব তথ্য টেলিগ্রাম অ্যাপে পাওয়া যাচ্ছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সেই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে, সেলিব্রেটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত তথ্য, যেগুলি তাঁরা ভ্যাকসিন নেওয়ার সময় কোউইন অ্যাপে দিয়েছিলেন, সেই তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার দাবি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোখলে এর আগে টুইট-ও করেছিলেন।

এই খবর চাউর হতেই নড়েচড়ে বসে কেন্দ্র সরকার। সরকারের তরফে বলা হয়, টেলিগ্রামে যে তথ্যের কথা বলা হচ্ছে তা পুরনো। গ্রাহকদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত। কারওর ব্যক্তিগত তথ্য বাইরে আসছে না। কোউইন অ্যাপ থেকে তথ্য বাইরে আসছে বলে যে খবর রটেছে তা ভুয়ো। দেশবাসীকে নিশ্চিন্ত হতে বলেছে সরকার। তারা আরও জানিয়েছে, এই নিয়ে তদন্ত চলছে।

XS
SM
MD
LG