শনিবার ৯ অগাস্ট ভারতের রাজধানী দিল্লিতে শুরু হল জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ‘সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’-এর কথা শোনা গেল। জি-২০ সম্মেলনের সভাপতিত্বকারী দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শনিবার উদ্বোধনী ভাষণ দেন। সেখানে তিনি বলেন, "এ দেশে আমরা সবকা সাথ-সবকা বিকাশ-সবকা বিশ্বাস-সবকা প্রয়াস’-এ মন্ত্র মেনে চলি। আজ গোটা বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই মন্ত্রই সমাধান দিতে পারে।"
প্রধানমন্ত্রী মোদী ভারতকে ‘বিশ্বগুরু’ করার ডাক দিয়েছেন। জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখেই। অন্যদিকে, তার দল বিজেপি মোদীকেই 'বিশ্বগুরু' বলে প্রচার শুরু করেছে। শনিবার বিশ্বের ৩০টি দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে প্রধানমন্ত্রী দেশে তার সরকারের বার্তাকেই বাকিদের দিশা করার পরামর্শ দিলেন বলেই বিশেষজ্ঞদের মত। জি-২০ ভুক্ত ২০টি দেশের রাষ্ট্রপ্রধানেরা ছাড়াও আরও ১০টি দেশ অতিথি হিসাবে এই সম্মেলনে যোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, "এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হল অবিশ্বাস। যুদ্ধ এই অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।" পর্যবেক্ষকদের মতে, সরাসরি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ না টেনেও প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, এই যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই এর দ্রুত সমাধান প্রয়োজন। তিনি বলেন, "আমরা একত্রে বাঁচার কথা বলি। এই ভাবনাই বিশ্বকে আগামী দিনের বিপদ থেকে রক্ষা করতে পারে।"
জি-২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ একটি বিবৃতি দিয়েছেন। তিনিও সম্মিলীতভাবে বাঁচার কথাই উল্লেখ করেছেন নিজের বক্তব্যে। প্রসঙ্গত, দিল্লির সম্মেলন থেকেই জি-২০-র সদস্য করা হল আফ্রিকান ইউনিয়নকে। এই ব্যাপারে সবচেয়ে আগ্রহী ছিল আয়োজক দেশ ভারতই। প্রধানমন্ত্রী সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন-এর নাম ঘোষণা করা মাত্র হাততালি দিয়ে স্বাগত জানান বাকি রাষ্ট্রপ্রধানেরা।