শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান আজ বুধবার বিকেল চারটা থেকে সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।
এর আগে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় আম্পান আজ সন্ধ্যার মধ্যে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় আম্পান আজ বুধবার সকাল ছয়টায় মোংলা সমুদ্র থেকে ৩৯০ কিলোমিটার, পায়রা সমুদ্র বন্দর থেকে ৪১০ কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, আম্পান মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সর্বক্ষন খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে উপকূলীয় এলাকা থেকে এরই মধ্যে ৩ লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, ভারকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আম্পান দিঘা থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আম্পানের প্রভাবে দিঘায় বৃষ্টি শুরু হয়েছে।