অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টা এবং ফ্রান্স সফর বাতিল করেছেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টা এবং ফ্রান্স সফর বাতিল করেছেন। মাল্টায় ২৭ থেকে ২৯ নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন এবং ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে তার যোগদানের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র দফতর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সকালে সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং প্রধানমন্ত্রীর সফর বাতিলের কথাও জানানো হয়। কেন সফর বাতিল করা হয়েছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো কারণ উল্লেখ করতে অপারগতা প্রকাশ করেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশের এবং ইউরোপের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করেই সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ১৬ ও ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর একটি সম্মেলনে যোগদানের কর্মসূচিও ইতোপূর্বে বাতিল করেন। কর্মকর্তারা জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা রয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG