অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভা নির্বাচনে বোঝাপড়ার ভিত্তিতেই লড়বে কংগ্রেস ও বামপন্থীরা


আসন্ন বিধানসভা নির্বাচনে সরাসরি জোট না হলেও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই লড়বে কংগ্রেস ও বামপন্থীরা। এ বার নিজেদের মধ্যে আসন ভাগাভাগির কঠিন কাজ। দুই তরফই চাইবে যত বেশি সম্ভব হয় আসন নিজেদের হাতে রাখতে। কিন্তু আসন বিভাজনের সূত্র কি হবে? সর্বশেষ ভোটে বামেরা ৩০% আর কংগ্রেস ৭% ভোট পেয়েছিল। এর ভিত্তিতে আসন ভাগাভাগি হবে, না কি, বর্তমান আসন সংখ্যার ভিত্তিতে? সেই সূত্র এখনও স্থির করা হয় নি। কংগ্রেস আর বাম দলগুলির রাজ্য নেতৃত্ব দলীয় জেলা ইউনিটগুলিকে নির্দেশ দিয়েছে বিধানসভার ২৯৪টি আসনের কোনটিতে কোন দলের কেমন জন সমর্থন ও সাংগঠনিক শক্তি, তা বিচার করে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট পাঠাতে। এর ওপর নির্ভর করেই দুই পক্ষ আসন নিয়ে দর কষাকষিতে বসবে। এই আসন বিভাজন কিন্তু সহজ কাজ হবে না। এর মধ্যে মন কষাকষি, রাগারাগি ইত্যাদির অনিবার্য পর্ব অতিক্রম করে তবেই পরিষ্কার একটা ছবি মিলবে। কংগ্রেসকে ৭০টি আসন দিয়ে দরাদরি শুরু করতে পারে বামেরা। কংগ্রেস কিন্তু ১০০-র নিচে রাজি হবে কি না সন্দেহ। আর যে উত্তরবঙ্গে কংগ্রেস বেশি শক্তিশালী, সেখানকার ৫৪টির মধ্যে অধিকাংশ আসনই দাবি করবে কংগ্রেস, এমনই জানা যাচ্ছে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG