অ্যাকসেসিবিলিটি লিংক

বিহার নির্বাচনের আগে কি ওই রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়াতে চাইছে মাওবাদীরা?


আসন্ন বিহার নির্বাচনের ঠিক আগে কি ওই রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়াতে চাইছে মাওবাদীরা? শুক্রবার ছত্তিশগড় রাজ্যের মাওবাদী অধ্যুষিত বস্তার জেলা থেকে এক লপ্তে ১,৭৫০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করবার পরে তেমনই আশঙ্কা পুলিশের। যে ছত্তিশগড় জেলায় গত নয় মাসে উদ্ধার হয়েছিল কেবল ১১ কিলোগ্রাম বিস্ফোরক, সেখান থেকেই কিনা একই সঙ্গে ১,৭৫০ কিলোগ্রাম বিস্ফোরক মিলল? এর মধ্যে এক হাজার কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, বাকিটা জিলেটিন। বিহার নির্বাচনের সময় ঠিক কি ভাবে ব্যবহৃত হতে পারত এই মারণাস্ত্র? নিরাপত্তা কর্তারা স্মরণ করছেন ১৯৮৩ সালে বেইরুটের এক সন্ত্রাসবাদী আক্রমণের কথা। কম-বেশি এই পরিমাণ বিস্ফোরক-বোঝাই দুটি ট্রাকের দুই আত্মঘাতী চালক সেখানে মার্কিন ও ফরাসী সেনা ব্যারাকে জোর করে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটিয়েছিল। মৃত্যু হয়েছিল মোট ২৯৯ জন সেনার। তেমন ঘটনা তো ঘটনো যেতেই পারত বিহারে, বলছেন নিরাপত্তা কর্তারা।

XS
SM
MD
LG