অ্যাকসেসিবিলিটি লিংক

ভাষা শহিদদের স্মরণে ঢাকায় একুশে বই মেলা শুরু হয়েছে


করোনা দুর্যোগের কারনে পিছিয়ে যাওয়া মহান ভাষা শহিদদের স্মরণে বাংলাদেশের ঐতিহ্যবাহী একুশে বই মেলা বৃহস্পতিবার ঢাকায় শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন ঘোষণা করে সকলকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ভবিষ্যত প্রজন্মকেও বই পড়তে উৎসাহিত করারও তাগিদ দেন। এসময় প্রধানমন্ত্রী বইমেলায় আসা দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন। এছাড়া উদ্বোধনি অনুষ্ঠানে ২০২০ সালের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারও দেওয়া হয়।

ভাষা শহিদদের স্মরণে ঢাকায় একুশে বই মেলা শুরু হয়েছে
please wait

No media source currently available

0:00 0:01:02 0:00


এবারে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমী প্রাঙ্গণে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় জুড়ে। মেলায় মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ টি প্যাভিলিয়ন। বইমেলা আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমী ।

XS
SM
MD
LG