অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াসে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জন্য আর্থিক সাহায্য ঘোষণা


ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা আকাশ পথে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেন এবং রিভিউ মিটিংও করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের ক্ষতিগ্রস্ত হওয়ার উপর রিপোর্ট পেশ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে ২০ হাজার কোটি টাকার প্যাকেজের জন্য আবেদন করেন।

সরাসরি লিংক

যদিও দুই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্র। ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের জন্য ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। এর মধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে। বাকি ৫০০ কোটি দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে। প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক সাহায্যের ঘোষণা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকার বলেই রাজ্য প্রশাসনের সদরদপ্তর নবান্ন সূত্রে খবর।

XS
SM
MD
LG