ভারতের গুজরাটে টেক্সটাইল পার্ক স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে চীনও গুজরাটে টেক্সটাইল পার্ক স্থাপন করেছিল।
এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যে গুজরাট রাজ্য সরকারকে দিয়েছে বাংলাদেশ। ভারতের তুলার ওপর বাংলাদেশের গার্মেন্ট শিল্প ব্যাপকভাবে নির্ভরশীল। এ জন্যই খরচ কমাতে গুজরাট রাজ্যের আহমেদাবাদের কাছে কাদিতে টেক্সটাইল পার্ক স্থাপনের ইচ্ছা বাংলাদেশের। প্রাথমিকভাবে এর পেছনে ২৪০ থেকে ৩০০ কোটি রুপি বিনিয়োগ করার কথাবার্তা চলছে। প্রথম দিকে, পার্কে ¯িপনিং ইউনিট বসানোর কথা রয়েছে। পুরো প্রকল্পের জন্য রাজ্য সরকারের কাছে ১০০ একর জমি চেয়েছে বাংলাদেশ।
এ বিষয়ে বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, মূলত গুজরাটে আমরা একটি ওয়্যার হাউজ করতে চাই। যেহেতু ভারতে আমাদের ডিউটি ফ্রি সুবিধা আছে এর সুযোগটি কাজে লাগাতে চাই। তিনি বলেন, আগামী মাসে উভয় দেশ মিলে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।