অ্যাকসেসিবিলিটি লিংক

নেতাজী সুভাষচন্দ্র বসু কি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন- এ নিয়ে নেতাজী পরিবারেই মতদ্বৈধতা


নেতাজী সুভাষচন্দ্র বসু কি সত্যিই ১৯৪৫ সালের ১৮ই অগস্ট তাইহোকুতে এক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন? ভারত সরকার এখনও এই তত্বই আঁকড়ে রয়েছে। নেতাজীর প্রয়াত স্ত্রী এমিলি ও বর্তমানে কন্যা অনিতাও এই তত্বেই বিশ্বাসী। কিন্তু পরিবারের অধিকাংশ সদস্য দুর্ঘটনার তত্ব মানেন না। নেতাজী রহস্য নিয়ে গঠিত তিনটি সরকারি কমিশনের প্রথম দুটিও দুঘর্টনার তত্বেই আস্থা রেখেছিল। কিন্তু সর্বশেষ বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশনের সিদ্ধান্ত ছিল, ওই দুর্ঘটনাই যে ঘটেছে, তার তো কোনও রেকর্ডই নেই। যাঁরা দুর্ঘটনার তত্ব উড়িয়ে দেন, তাঁর কেউ কেউ মনে করেন, সাইবেরিয়ায় বন্দিদশায় মৃত্যু হয়েছে নেতাজীর। কেউ-বা বিশ্বাস করেন, সাধু হয়ে গিয়েছিলেন নেতাজী। ভারত সরকারের কাছে থাকা নেতাজী বিষয়ক গোপন ফাইলগুলি প্রকাশ করবার দাবি নিয়ে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি শীগগীরি দেখা করতে চলেছেন নেতাজী পরিবারের যে সদস্যদের সঙ্গে, তাঁরা কিন্তু কেউই দুর্ঘটনার তত্বে বিশ্বাসী নন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG