ভারতে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে না পারায় মামলা আবার সুপ্রিম কোর্টেই ফিরে এল।
গতকালই তিন আলোচকের প্যানেল একটি বন্ধ খামে সর্বোচ্চ আদালতের কাছে তাদের রিপোর্ট জমা দেয়। সেটি দেখার পর আজ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সংবিধান বেঞ্চ জানিয়ে দিয়েছে, আলোচনা ব্যর্থ হয়েছে। সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে সমস্যার মীমাংসা না হওয়ায় আগামী ৬ই অগস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। এরকম একটা স্পর্শকাতর বিষয় ৭০ ধরে ঝুলে থাকা ঠিক নয়। বস্তুত, ভারতের সবচেয়ে পুরনো মামলাগুলোর একটি হলো, অযোধ্যার বিতর্কিত জমিটি আসলে কার। এলাহাবাদ হাইকোর্টের রায়ে জমিটির সমান তিন ভাগে আপত্তি ওঠায় মামলা সুপ্রিম কোর্টে যায়। শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট আলোচনার মাধ্যমে সমস্যা নিষ্পত্তির জন্য তিন জনের প্যানেল গড়ে দেয়। প্রাক্তন বিচারপতি এফ এম কলিফুল্লা, প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু এবং স্বঘোষিত গুরু শ্রী শ্রী রবিশঙ্করকে নিয়ে গঠিত এই প্যানেল চেষ্টা করেও সব পক্ষের মধ্যে মতৈক্য স্থাপন করতে পারল না।