অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের অসম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জির মুখ্য সমণ্বয়কারী প্রতীক হাজেলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত


ভারতের অসম রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জির মুখ্য সমণ্বয়কারী প্রতীক হাজেলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত হবে।

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই তার চিফ কো অর্ডিনেটর প্রতীক হাজেলার নামে একের পর এক অভিযোগ উঠেছে। ঘুষ নিয়ে তালিকায় নাম উঠিয়ে দেওয়া থেকে শুরু করে চরম অকর্মণ্যতা, সবই ছিল তাতে। তাঁর বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দলের এতটাই ক্ষোভ ছিল এবং তাঁকে এত হুমকি দেওয়া হচ্ছিল যে, তাঁর নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্ট তাঁকে মধ্যপ্রদেশে বদলি করে দেয়।

এবার অসম পাবলিক ওয়ার্কস নামে একটি এনজিও হাজেলা ও তাঁর দফতরের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে এফআইআর দায়ের করেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এই এনজিও'র আবেদনের ভিত্তিতেই অসমে এনআরসির মাধ্যমে বেআইনি অভিবাসী চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হয়।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00


XS
SM
MD
LG