ভারতের মহারাষ্ট্র সরকারের বিধানসভায় সম্প্রতি একটি পরিসংখ্যান পেশ করেছেন সে রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ। যাতে বলা হয়েছে, শুধু গত ৩ বছরেই মারাঠাভূমে আত্মহত্যা করেছেন ১২ হাজার ২১ জন কৃষক।
মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশমুখ জানিয়েছেন, যে ১২ হাজার ২১ জন কৃষকের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অন্তত ৬ হাজার ৮৮৮টি কৃষক পরিবারের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল। কিন্তু, তাঁরা যথাসময়ে সাহায্য পাননি। মৃত্যুর পর ৬ হাজার ৮৪৫ টি পরিবারকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান শুধু ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত এই তিন বছরের। এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬১০ জন কৃষক আত্মহত্যা করেছেন। এদের মধ্যে ১৯২ জন কৃষকের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল।