অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি'র শ্লোগান বিতর্কে তোলপাড় ভারত


একটি শ্লোগান নিয়ে বিতর্কে তোলপাড় ভারত। বিজেপি'র নতুন শ্লোগান- ভারতমাতা কি জয়। তাদের দাবি, ভারতবাসী নির্বিশেষে এই শ্লোগান উচ্চারণ করতে হবে। এটাই দেশভক্তির প্রমাণ।

বিরোধীরা বলছেন, দেশকে ভালবাসার এমন কোনও শর্ততো ভারতীয় সংবিধানে লেখা নেই। এটা নেহাতই বিজেপি'র দলীয় শ্লোগান। তা অন্যান্যদের ওপর চাপিয়ে দেওয়া কেন?

আবার কোনও কোনও মুসলিম নেতার মতে, মাকে বন্দনা করা ইসলাম-বিরোধী ধারণা। তাই তাঁরা এই শ্লোগান উচ্চারণ করতে রাজি নন। এই কারণেই স্বাধীনতার সময় বিতর্ক উঠেছিল বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব নিয়ে।

কিন্তু বিজেপি মনে করছে, এই শ্লোগানটি সাধারণ মানুষকে সহজেই আকর্ষণ করবে। সামনে পাঁচ রাজ্যে বিধানসভায় নির্বাচন। সে জন্য একটা জুতসই শ্লোগান তো দরকার। এটাই সেই শ্লোগান। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG