করোনা সংক্রমণ রোখার লক্ষ্যে মার্চের শেষদিক থেকে গোটা ভারত জুড়ে লকডাউন জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। তারপর শুরু হয়েছে আনলক, এখন যার চতুর্থ পর্যায় চলছে। দেশে করোনা সংক্রমণ কমেনি, কিন্তু এর মধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন ২ কোটিরও বেশি বেতনভুক কর্মী। এর মধ্যে জুলাইয়ে কাজ হারান প্রায় ৪৮ লক্ষ কর্মী। গত আগস্ট মাসে কাজ হারিয়েছেন ৩৩ লক্ষ কর্মী। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কাজ হারিয়েছেন ২ কোটি ১০ লক্ষ কর্মী। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (সিএমআইই) রিপোর্টে এমনই তথ্য উল্লেখ করা হয়েছে।সিএমআইই-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০১৯-২০ সালে ভারতে বেতনভুক কর্মীর সংখ্যা ছিল ৮ কোটি ৬০ লক্ষ। যা এ বছরের আগস্টে কমে হয়েছে সাড়ে ৬ কোটি।