অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত আজ বাংলাদেশকে কুড়ি লক্ষ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে


ভারত আজ বাংলাদেশকে কুড়ি লক্ষ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে। আজ সকালে মুম্বাই থেকে টিকা বোঝাই একটি বিশেষ বিমান ঢাকায় গিয়ে পৌঁছোয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের হাতে টিকা ভর্তি বাক্স তুলে দেন ভারতের জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক

ভারত আগেই জানিয়েছিল, করোনার প্রতিষেধক সরবরাহের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। সেই অনুযায়ী ছ'টি প্রতিবেশী দেশ ও ছ'টি সহযোগী দেশকে প্রথম দফায় এই প্রতিষেধক পাঠানো শুরু হয়েছে। গতকাল পাঠানো হয়েছে ভুটান ও মালদ্বীপে। আজ বাংলাদেশ ও নেপালে। তবে সব মিলিয়ে বাংলাদেশকেই সবচেয়ে বেশি প্রতিষেধক দেওয়া হচ্ছে। এর পর বাংলাদেশ আরও প্রতিষেধক ভারত থেকে কিনবে।

XS
SM
MD
LG