অ্যাকসেসিবিলিটি লিংক

মহিলাদের বিরুদ্ধে যৌন অত্যাচার রুখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারি


ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক মহিলাদের বিরুদ্ধে যৌন অত্যাচার রুখতে আজ একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। যদি কোনও মহিলা তাঁর প্রতি যৌন অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন, তা হলে সংশ্লিষ্ট থানাকে এফআইআর দায়ের করতে হবে এবং সঙ্গে সঙ্গে মহিলার অনুমতি সাপেক্ষে ডাক্তারি পরীক্ষার পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদি কোনও থানার আওতায় এই ঘটনা না ঘটে থাকে তা হলেও সেটি জিরো এফআইআর হিসেবে নথিবদ্ধ করতে হবে। কোনও পুলিশ বা প্রশাসনিক অফিসার এ বিষয়ে গাফিলতি করেছেন প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে ধর্ষণ ও তার পর প্রচণ্ড অত্যাচার করে খুন করার ব্যাপারে তদন্তে যোগী আদিত্যনাথের সরকার যে ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্তের কাজে বাধা দিয়েছে, অপরাধীদের ধরতে গড়িমসি করেছে, ওই তরুণীর পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ধর্ষণই হয়নি বলে উল্টে তরুণীর চরিত্রহনন করেছে, সে সব নিয়ে সারা ভারত তোলপাড় হয়েছে। বিজেপি সরকার তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে। পরপর এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কঠোর নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG