অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে উচ্চশ্রেণীর মানুষকে সংরক্ষণের আওতায় আনতে চলেছে কেন্দ্রের সরকার


এখন থেকে ভারতে উচ্চশ্রেণির মানুষকে সংরক্ষণের আওতায় আনতে চলেছে কেন্দ্রের সরকার। আজ সোমবার দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্ত, উচ্চশ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এই সংরক্ষণ পাবে উচ্চশ্রেণির মধ্যে আর্থিকভাবে যারা দুর্বল সেই অংশ।

বার্ষিক রোজগার ৮ লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চশ্রেণির মানুষ।পাশাপাশি যাঁদের ৫ হেক্টরের কম জমি রয়েছে, তাঁরাও এই সংরক্ষণের আওতায় আসবেন। এছাড়া আরও বেশ কিছু শর্ত রাখা হচ্ছে ওই সংরক্ষণে।এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। বদলাতে হবে সংবিধানের ১৫ নম্বর ধারা। দ্রুত সেই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।তবে রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ মাস্টারস্ট্রোক। তার কারণ উচ্চবর্ণের একটা অংশের মানুষের সমর্থনও এই পদক্ষেপ থেকে বিজেপি আদায় করে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। যদিও বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে। তারা এই সিদ্ধান্তকে ভোটের আগে মোদী সরকারের চমক বলেই মনে করছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG