দু দেশের মধ্যে যেমন রাজনৈতিক উত্তাপ, তারপর আর অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেটের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর। এমনকি, দু দেশের বাইরে তৃতীয় কোনও দেশেও নয়। মহারাষ্ট্র-ভিত্তিক রাজনৈতিক দল শিব সেনাও হুমকি দিয়েছে দু দেশের মধ্যে খেলা হলে তা ভেস্তে দেওয়ার। এই দলটিই ১৯৯৯ সালে দিল্লিতে দু দেশের মধ্যে খেলা ভণ্ডুল করে দিয়েছিল ক্রিকেট মাঠের পিচ খুঁড়ে ফেলে। চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে নিরাপত্তার কারণে প্রত্যাহার করে নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাহলে ডিসেম্বরে ভারতে টি-২০ বিশ্ব ক্রিকেট প্রতিযোগিতায় পাকিস্তানি ক্রিকেটাররা কি খেলবেন? আইসিসি-র সভাপতি জাহির আব্বাস বলেছেন, তাঁরা যদি নিরাপত্তার অভাব অনুভব করেন, তাহলে আসবেন কি করে? কাজেই দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রিকেট শুরু যে কবে হবে, তা নেহাতই অনিশ্চিত।