গতকাল গভীর রাতে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ে কয়েকটি হকার স্টল থেকে আগুন লেগে একটি বহুতল ভবনে নামী কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গড়িয়াহাট মোড়ে বিখ্যাত শাড়ি কাপড়ের দোকান ট্রেডার্স অ্যাসেম্বলির লাগোয়া হকার্স স্টলে আগুন লাগে কাল রাত পৌনে একটা নাগাদ। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনটিতে। দমকলের ১৯টি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘ ১১ ঘন্টা পরে আগুন আয়ত্তে আসে। কেউ হতাহত না হলেও লক্ষ লক্ষ টাকার সামগ্রী সহ প্রাচীন ঐতিহ্যবাহী শাড়ি কাপড়ের দোকান ট্রেডার্স অ্যাসেম্বলি ভস্মীভূত, বাড়িটিতেও বিপজ্জনক ফাটল ধরেছে। আজ সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে বলেন, একটা সমস্যা আছে। হকারদের জন্য চাকা লাগানো ঠেলাগাড়ির কথা ভাবা হচ্ছে। এই স্টলগুলোর থাকায় দমকল বাহিনীর কাজের অসুবিধে হয়েছে। ক্ষতি হয়েছে হকারদেরও।
মেয়র যে সমস্যার কথা বলেছেন সেটা হলো, গোটা গড়িয়াহাট পাড়াটাই হকারদের দখলে চলে গিয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ, এঁদের সরানো যাবে না। ফলে যা হওয়ার তাই হয়েছে।