অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্ট ঋীণ খেলাপীদের তালিকা চেয়েছে


ভারতে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋীণ নিয়ে অনেকেই তা ফেরত দেয়নি, অথচ তাদের দিন কাটছে দিব্যি বিলাসিতায়।

এবার ভারতের সুপ্রিম কোর্ট, রিজার্ভ ব্যাংকের কাছে ৫০০ কোটি টাকার ওপর ঋণ খেলাপীদের তালিকা চেয়েছে। শীর্ষ আদালতের উদ্বেগের কারণ হল, গত তিন বছরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংক অনাদায়ী ‌১ লক্ষ ১৪ হাজার কোটি টাকার বকেয়া ঋীণ নিজেদের খাতা থেকে মুছে ফেলেছে।

অনাদায়ী এত টাকা জমে গেল কেমন করে? আদায়ের যথেষ্ট উদ্যোগ কি নিয়েছিল ব্যাংকগুলি? নিন্দাজনক এই ঘটনার পেছনে কতটা দুর্নীতি লুকিয়ে রয়েছে, তা বুঝতে চায় শীর্ষ আদালত।

আর, ২০০৪ সাল থেকে ধরলে এমন মুছে ফেলা অনাদায়ী ঋীণের অঙ্ক দাঁড়াবে ২ লক্ষ ১১ হাজার কোটি টাকা। কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG