অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন দিল্লির সেন্ট্রাল ভিস্তা পুনরুন্নয়ন প্রকল্পে সম্মতি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত


ভারতের সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত আজ নতুন দিল্লির সেন্ট্রাল ভিস্তা পুনরুন্নয়ন প্রকল্পে সম্মতি দিয়েছে। সুপ্রিম কোর্টের যে বেঞ্চে এই বিষয়টি বিবেচনাধীন ছিল, তার মধ্যে অধিকাংশ বিচারপতি এতে সমর্থন করলেও একজন প্রতিবাদ জানিয়েছেন। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নরেন্দ্র মোদি সরকার দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত যে বিস্তীর্ণ, ঐতিহ্যবাহী অঞ্চলকে সেন্ট্রাল ভিস্তা বলা হয়, সেখানে সব ভেঙেচুরে নতুন করে তৈরির পরিকল্পনা নিয়েছে। তাতে নতুন সংসদ ভবন তৈরি হবে, এ ছাড়া রাজধানীর ক্ষমতার অলিন্দ বলে পরিচিত নর্থ ও সাউথ ব্লকে যত সরকারি দপ্তর আছে সব কাছাকাছি নিয়ে আসার পরিকল্পনা আছে।

সরাসরি লিংক

রাজপথকেও ঢেলে সাজা হবে। বহু স্থপতি, সমাজবিদ ও পরিবেশবিদ ইতিহাস ও ঐতিহ্য বিরোধী এই প্রকল্পের তীব্র প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্টও প্রথমে এতে ছাড়পত্র দেয়নি। তারা বলেছিল, নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভূমি পূজা করতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই মামলার ফয়সালা হয়, নতুন করে কোনও কিছু নির্মাণ বা ভাঙচুর করা যাবে না। সর্বোচ্চ আদালত আজ সেই মামলার রায় দিয়েছে। অধিকাংশ বিচারপতি বলেছেন, পুনরুন্নয়ন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এগিয়ে যেতে পারে, তবে পরিবেশ দপ্তরের ছাড়পত্র চাই এবং ঐতিহ্য রক্ষার দিকে যেন নজর দেওয়া হয়। কিন্তু তাতে মোদি সরকার খুশি হলেও স্থপতিরা, পরিবেশবিদ ও সমাজবিদরা খুবই হতাশ হয়ে পড়েছেন। এতদিনের ঐতিহ্যপূর্ণ দিল্লি ভেঙেচুরে নতুন রূপ দেওয়ার এঁরা বিরোধিতা করেছিলেন, যা মানা হলো না বলে তাাঁরা দুঃখিত।

XS
SM
MD
LG