ভারতে ব্যাপক অঞ্চল জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছেন সে দেশের প্রায় ষাট কোটি মানুষ। এই বিভ্রাটের কারণ , এর প্রতিকার এ সব নিয়েই দিল্লিতে ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক অমিতাভ বসু কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে। মি বসু বলেন যে এই বিদ্যুৎ বিভ্রাটের আপাত কারণ যদিও বা আগ্রার একটি গ্রিড নষ্ট হয়ে যাওয়া কিন্তু এর প্রধান কারণ হচ্ছে সামগ্রিক ভাবে বিদ্যুৎ ঘাটতি এবং রাজ্যগুলোর জন্যে বরাদ্দ বিদ্যুতের চেয়ে তাদের বেশি বিদ্যুৎ ব্যবহার । তিনি এই সমস্যার জন্যে বৃষ্টির স্বল্পতার কারণে জল বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কথা উল্লেখ করেন।
অধ্যাপক বসু আরও বলেন যে বিদ্যুতের এই সমস্যা যেমন অবকাঠামোগত সমস্যা , তেমনি ব্যবস্থনাগত সমস্যা ও বটে