অ্যাকসেসিবিলিটি লিংক

নকশাল পন্থী দলের ৪ জনকে হত্যার মামলার রায় বহাল


Map showing the location of Dimapur, India
Map showing the location of Dimapur, India

রাজনৈতিক হিংসা নিয়ে প্রচলিত ধারনায় বড় একটা ঝড় বয়ে গেল কলকাতা হাইকোর্টের রায়।

সশস্ত্র রাজনীতি নিয়ে নিয়মিত কাঠগড়ায় তোলা হয় নকশাল পন্থীদের।

সেই নকশাল পন্থী দলের ৪ জনকে তিনদশক আগে রাজ্যের বীরভূম জেলার বোলপুরের মুলুক গ্রামে নৃশংস হত্যার অপরাধে দায়রা আদালত আগেই ৪৬ জন সিপিএম নেতা কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষনা করেছিল।

কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিয়া পাথেরিয়া ও বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের বেঞ্চ সেই সাজাই বহাল রাখলো।

একই মামলায় এক সংগে ৪৬ জনের যাবজ্জীবন সাজা বহালের নির্দেশ নজির বিহীন।এর আগে বীরভূম জেলারই সূচপুর গণহত্যা মামলায় ৪২ জনের যাবজ্জীবন সাজা হয়েছিল দায়রা আদালতে।তবে মুলুক গ্রামের এই মামলার রায় আরো বিরল তার কারন নিহতদের নিকট আত্মীয়দের ক্ষতিপূরন প্রদানের নির্দেশ ।ক্ষতিপূরন দেওয়ার কালে তহবিলের সমস্যা হলে রাজ্য সরকারকেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বলেও স্পষ্ট জানিয়েছেন আদালত।

এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG