অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ কমলো


A picture shows the logo of the Russian Olympic Committee (ROC) inside its headquarters in Moscow on December 17, 2020, hours before the Court of Arbitration for Sport (CAS) is to deliver its verdict over Russia ban from international sports imposed follo
A picture shows the logo of the Russian Olympic Committee (ROC) inside its headquarters in Moscow on December 17, 2020, hours before the Court of Arbitration for Sport (CAS) is to deliver its verdict over Russia ban from international sports imposed follo
যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে চার বছরের যে নিষেধাজ্ঞা পেয়েছিল রাশিয়া, তা দুই বছর কমানো হয়েছে। তবে আগামী বছরের টোকিও অলিম্পিক ও ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে না দেশটি।

ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছরের ডিসেম্বরে রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি । পরে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়ার সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করে রাশিয়া। বৃহস্পতিবার তা দুই বছর কমানোর কথা জানায় সিএএস, শেষ হবে ২০২২ সালের ১৬ ডিসেম্বর। এই সময়ে কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও করতে পারবে না রাশিয়া।

XS
SM
MD
LG