অ্যাকসেসিবিলিটি লিংক

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত


পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত হবে কি না সে বিষয়ে আজ, শুক্রবার সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট। গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ৩ আইনজীবী। শনিবার সেই আবেদনটিরই শুনানি করবে প্রধান বিচারপতি এসএ বোবডে নেতৃত্বধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্ত হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত
please wait

No media source currently available

0:00 0:01:06 0:00
সরাসরি লিংক

প্রসঙ্গত বলা যেতে পারে গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলাকালীন পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী। তা নিয়ে গত একমাস ধরে রাজনৈতিক তরজা অব্যাহত। নিছক ‘দুর্ঘটনা’-র জন্যই মমতা আঘাত পান নাকি, এর পিছনে ‘ষড়যন্ত্র’ ছিল, তা নিয়ে বিভক্ত রাজনৈতিক মহলও। এমন পরিস্থিতিতে গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদনটি জমা পড়ে।আবেদনকারীদের যুক্তি, ‘‘নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠে।’’ ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন ধাক্কা দিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা বন্দোপাধ্যায় নিজে।

XS
SM
MD
LG