অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমাণ দাড়াবে ৫০ হাজার কোটি ডলার


সংবাদ সংস্থা পিটি আই সুত্রের খবর বনিক সভা পি ডাব্লু সি এবং আই এ সি সি দ্বারা সাম্প্রতিক কালে এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে আগামী ২০২৫ সালের মধ্যে ভারত মার্কিন যুক্ত রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমাণ দাড়াবে ৫০ হাজার কোটি ডলার। বিশেষঞ্জ দের মতে দেশে নতুন সরকার আসার পর বাণিজ্যের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছে। একই সাথে পি ডাব্লু সি এর উপদেষ্টা শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছে দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভারত মার্কিন যুক্ত রাষ্ট্রের ব্যাবসা বানিজ্য বৃদ্ধির হারের সবচেয়ে বেশী উল্লেখ যোগ্য সময় হল ২০০৬- সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। একই সাথে তিনি জানিয়েছেন মূলত মহাকাশ গবেষনা প্রতিরক্ষা পরিকাঠামো শক্তি উতপাদন এবং পরিষেবার মতো ক্ষেত্রে দুদেশের বানিজ্যিক লেনদেন বেড়েছে এবং আগামী দিনও বাড়ার সম্ভাবনাও প্রবল।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG