অ্যাকসেসিবিলিটি লিংক

অসহিষ্ণুতার কারনে সংখ্যালঘু সম্প্রদায়ের  মানুষেরা কিছুটা নিরাপত্তা হীনতায়  ভুগছেন


দেশের অন্যান্য অংশে অসহিষ্ণুতার কারনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কিছুটা নিরাপত্তা হীনতায় ভুগছেন ঠিকই। কিন্তু এই ইস্যুতে পশ্চিমবঙ্গের অবস্থা দেশের অন্য সব রাজ্যের তুলনায় বহুগুন ভালো। কেন্দ্রীয় সরকারের সংখ্যা লঘু উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী নাজমাহেপতুল্লা কে সরাসরি একথা জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের সদস্যরা।উল্লেখ করা যেতে পারে দুদিন আগে নতুন দিল্লীতে দেশের সমস্ত রাজ্যের সংখ্যালঘু কমিশন গুলিকে নিয়ে একটি সর্ব্ব ভারতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছলেন কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নাজমা হেপতুল্লা। সম্মেলন শেষে বিভিন্ন রাজ্য থেকে আগত সংখ্যা লঘু প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়.... ওই আলোচনা তেই উপরোক্ত প্রসঙ্গটি ওঠে এবং সেখানে গোটা দেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যাক্তিরাও উপস্থিত ছিলেন এবং সেখানেই আলোচনা প্রসঙ্গ উঠেই আসে পশ্চিমবঙ্গের কথা আর তখনই রাজ্য সংখ্যা লঘু কমিশনের সদস্যরা পশ্চিমবঙ্গের বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে রাজ্যের সামগ্রিক ছবিটি তুলে ধরতে গিয়েই জানিয়ে দেন অসহিষ্ণুতা ইস্যুতে পশ্চিমবঙ্গের অবস্থা অন্যান্য রাজ্যের থেকে বহুগুন ভালো।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG