অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সামরিক বাহিনীতে নারীদের প্রতি অসাম্যের মনোভাব পরিবর্তন হয়নি


ভারতের সুপ্রিম কোর্ট আজ বলেছে, সামরিক বাহিনীতে নারীদের প্রতি অসাম্যের মনোভাব যেমন ছিল তেমনি রয়েছে। গত বছর এ বিষয়ে সতর্ক করে দেওয়ার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ভারতের স্থল ও নৌবাহিনীর আশি জন মহিলা অফিসার কমিশনড পদ পাওয়ার জন্য উপযুক্ত হলেও তাঁদের নানা ভাবে তালবাহানা করে আটকে দেওয়া হচ্ছে বলে তাঁরা সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন। গত বছর ফেব্রুয়ারি মাসে এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, নারী অফিসারদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

সরাসরি লিংক


কারণ পুরুষ শাসিত সেনাবাহিনীর নিয়ম-কানুনও পুরুষের তৈরি। গণতান্ত্রিক ভারতে তা করা চলবে না। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে মহিলা অফিসারদের অভিযোগ অনুযায়ী, বার্ষিক ব্যক্তিগত মূল্যায়নের পদ্ধতিতে নানারকম কারচুপি করে পদোন্নতি আটকে দেওয়া হচ্ছে। অভিযোগকারী মহিলাদের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হোক। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ বলেছে, অবিলম্বে সেনা বাহিনীতে নারী অফিসারদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

XS
SM
MD
LG